ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি প্রতিযোগিতা চলতি মাসে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৩, ১৭ আগস্ট ২০২২  
ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি প্রতিযোগিতা চলতি মাসে

ফাইল ছবি

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে চলতি মাসে (আগস্ট) শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি প্রতিযোগিতা-২০২২’। দেশের বিভিন্ন জেলার নারী হকি খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলবে এই প্রতিযোগিতা

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রাইজিংবিডিকে বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় সম্ভবত ২৫ আগস্ট থেকে আমরা ডেভেলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। দেশের বিভিন্ন জেলার নারী হকি খেলোয়াড়দের বাছাই করে তাদের নিয়ে চারটি দল গঠন করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা হবে লিগ পদ্ধতিতে।’

ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে বলেন, ‘বাংলাদেশের নারী হকির শুরু থেকেই আমরা ওয়ালটন পরিবার ছিলাম। আমাদের উদ্যোগেই খাজা রহমতউল্লাহর আমল থেকে মেয়েদের হকির জাতীয় দল গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল। আমরা নিজেরাই প্রোপোজাল দিয়ে সেটা শুরু করেছিলাম। সে সময় মেয়েদের কোনো দল ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আমরা মেয়েদের দুইটা দল দিয়ে শুরু করেছিলাম প্রথম নারী হকি প্রতিযোগিতা। এরপর থেকে এটা চলছে। ওয়ালটন গ্রুপ ধারাবাহিকভাবে স্পন্সর করছে। সেই প্রতিযোগিতাই এবার ডেভেলপমেন্ট কাপ হিসেবে শুরু হবে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়