ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজের র‌্যাকেটের আঘাতে রক্তাক্ত নাক, তৃতীয় রাউন্ডে নাদাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১১:৪৯, ২ সেপ্টেম্বর ২০২২
নিজের র‌্যাকেটের আঘাতে রক্তাক্ত নাক, তৃতীয় রাউন্ডে নাদাল

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে দুর্ঘটনাবশত নিজের র‌্যাকেটের আঘাতে রক্তাক্ত হয় রাফায়েল নাদালের নাক। সেই ইনজুরি নিয়েই ইতালির ফ্যাবিও ফগনিনিকে হারিয়ে বৃহস্পতিবার তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন রেকর্ড ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

স্প্যানিশ তারকা ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ গেমে জিতেছেন। এর আগে নিজের কারণে অদ্ভুত ইনজুরির শিকার তিনি। চতুর্থ সেটে ৩-০ তে এগিয়ে থাকার সময় একটি ফোরহ্যান্ড শট খেলার সময় তার র‌্যাকেট কোর্টের ফ্লোরে আঘাত করে লাফিয়ে নাকে লাগে। দ্রুত সাইডলাইনে দৌড়ে যান এবং রক্তাক্ত নাক নিয়ে শুয়ে পড়েন নাদাল। ক্ষতস্থান সেরে তুলতে মেডিক্যাল টাইমআউট দেওয়া হয় ৩৬ বছর বয়সীকে। 

আরো পড়ুন:

নাকে ব্যান্ডেজ লাগিয়ে বাকি সময় খেলেছেন নাদাল এবং ম্যাচ জিতেছেন। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে প্রথম সেট হারার পর জয়ে শেষ করলেন তিনি। প্রথম রাউন্ডে একই অভিজ্ঞতা হয়েছিল অস্ট্রেলিয়ান ওয়াইল্ড কার্ড নিয়ে আসা প্রতিপক্ষ রিঙ্কি হিজিকাতার বিপক্ষে।

চারবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন পরের পর্বে খেলবেন ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটকে, যার বিপক্ষে তার জয়ের রেকর্ড ১৭-০।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়