ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন কিংবদন্তির রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৯ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:২০, ১৯ নভেম্বর ২০২২
তিন কিংবদন্তির রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের অন্যতম সেরা ফুটবলার। পর্তুগালের হয়ে ইতোমধ্যে তিনি চার-চারটি বিশ্বকাপ খেলেছেন। গোল পেয়েছেন প্রতি বিশ্বকাপেই। শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে প্লে-অফের বাধা টপকে এবারও যথারীতি কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে রোনালদোর পর্তুগাল। রয়েছে ‘এইচ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার মতো দল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঘানার বিপক্ষের ম্যাচ দিয়ে রোনালদো-ব্রুনোদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এর এই ম্যাচে গোল পেলেই কিংবদন্তি পেলে, উভে জেলার ও মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়বেন রোনালদো।

এর আগে রোনালদো যে চার বিশ্বকাপে খেলেছেন, তার সবকটিতেই গোল করেছেন। তার মধ্য দিয়ে তিনি পেলে, উভে ও ক্লোসার কাতারে জায়গা করে নিয়েছেন। এবার ঘানা, উরুগুয়ে কিংবা দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচে গোল পেলেই তিনি ছাপিয়ে যাবেন এই তিন কিংবদন্তিকে। বিশ্বকাপের ইতিহাসে হয়ে যাবেন প্রথম কোনো পুরুষ খেলোয়াড় যিনি টানা পাঁচ বিশ্বকাপে গোল করেছেন।

ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০; টানা চার বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছিলেন। তার সঙ্গে জার্মানির স্ট্রাইকার উভে জেলারও ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন। তাদের পর জার্মানির আরেক গ্রেট ক্লোসা ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গোল করে এই কাতারে জায়গা করে নেন। এরপর রোনালদোর ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে গোল করে প্রবেশ করেন এই এলিট ক্লাবে।

তবে এবার সবাইকে ছাড়িয়ে অনন্য রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে তিনি। কাতার বিশ্বকাপে তিনি গোল পেলেই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়বেন।

এর আগে ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩ গোল করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার অনন্য নজির গড়েছেন পর্তুগীজ তারকা। তখন তার বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। এবার অবশ্য তিনি হ্যাটট্রিকের দেখা পেলে ৩৭ বছর বয়সে অর্থাৎ বুড়ো বয়সে হ্যাটট্রিক করার আরেক নজির গড়বেন।

২৪ নভেম্বর রাত ১০টায় পতুর্গাল মুখোমুখি হবে ঘানার। এরপর ২৮ নভেম্বর দিবাগত রাত ১টায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২ ডিসেম্বর রাত ৯টায় তারা লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়