ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজেদের মাঠে অফুরন্ত অনুশীলন, রোমাঞ্চিত রংপুরের ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১ জানুয়ারি ২০২৩  
নিজেদের মাঠে অফুরন্ত অনুশীলন, রোমাঞ্চিত রংপুরের ক্রিকেটাররা

বসুন্ধরা গ্রুপের মালিকানার দল রংপুর রাইডার্স। শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নয়, ঢাকা প্রিমিয়ার লিগেও রয়েছে বসুন্ধরা গ্রুপের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলাটাকে শুধুমাত্র খেলাটায় তারা সীমাবদ্ধ রাখেনি। নিজেদের উদ্যোগে তৈরি করেছে ক্রিকেট মাঠ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের সেই ক্রিকেট মাঠেই বছরের প্রথম দিন অনুশীলন করেছে রংপুর রাইডার্স।

বিপিএলকে সামনে রেখে আজ থেকেই শুরু হয়েছে তাদের পথচলা। দুই আসর পর রংপুর ফিরেছে বিপিএলে। সব সময়ই হাই প্রোফাইল দল তৈরি করে দলটি। এবারও সেই পথে এগিয়েছে তারা। পাকিস্তান থেকে হারিস রউফকে দলে টেনেছে। আছেন মোহাম্মদ নওয়াজ, শোয়েব মালিক। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ইংল্যান্ডের বেনি হাওয়েল, জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে নিয়েছে তারা।

আরো পড়ুন:

এই দলটিকে নেতৃত্ব দেবেন কাজী নুরুল হাসান সোহান। অনুশীলনের আগে অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করে দলটি। তার কণ্ঠে উঠে এলো নিজেদের মাঠে ক্রিকেটারদের অনুশীলন করার রোমাঞ্চ, ‘আমরা অনেক বেশি রোমাঞ্চিত। কারণ, আমরা যখন বিপিএলের সময় অনুশীলন করি, একটা স্লট থাকে দুই-তিন ঘণ্টা- এর বেশি চাইলেও অনেকে করতে পারে না। নিজেদের গ্রাউন্ড হওয়ায় সকাল থেকে শুরু করছি, কোনো টাইম লিমিটেশন নাই। যে যার প্রস্তুতি নিতে পারছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।’

ভালোমানের বিদেশি সংগ্রহের পাশাপাশি রংপুর দেশি ক্রিকেটার দিয়েও শক্তিশালী। রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, শামীম পাটোয়ারী, মেহেদী হাসানদের নিয়ে বেশ ভালো দল বিপিএলের একবারের চ্যাম্পিয়নরা। সোহানও নিজের দল নিয়ে বেশ খুশি, ‘আমার কাছে মনে হয় অনেক ইয়াং ও ব্যালেন্স একটা দল। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো কিছুর আশা করবো। আমার মনে হয় এটা ভালো একটা প্ল্যাটফর্ম। সবাই যারা আছে, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি, ভালো কিছু হবে।’

জাতীয় দলে খুব ভালো অবস্থায় নেই সোহান। শেষ ঢাকা লিগে ভালো করে জাতীয় দলে ফিরলেও নিজেকে মেলে ধরতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান। সামনে তার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে সোহান বাড়তি চাপ না নিয়ে আনন্দ নিয়ে মাঠে দাপিয়ে বেড়াতে চান, ‘জাতীয় দলে যারা খেলে বা যে ক্রিকেটাররা যেখানে খেলে, সবার জন্য সব জায়গাতেই পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। কারণ, পারফর্ম না করলে আপনি কোথাও খেলতে পারবেন না। যখন খেলি আমি, ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না। অধিনায়কত্ব করি অথবা না করি দল মনোযোগ থাকে। আমার দলের জন্য ভেল্যুয়েবল যে জায়গা থাকবে, ওই জায়গায় পারফর্ম করতে চাই। আমি সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। অবশ্যই নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারবো।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়