ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নতুন অধ্যায়ের খোঁজে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মুরালি বিজয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৩০ জানুয়ারি ২০২৩  
নতুন অধ্যায়ের খোঁজে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মুরালি বিজয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার মুরালি বিজয়। ‘বিশ্ব ক্রিকেটে নতুন সুযোগ ও এর ব্যবসায়িক দিকের’ খোঁজে এই সিদ্ধান্ত নিলেন তিনি।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর ৬১ টেস্ট, ১৭ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেন বিজয়। ২০০৮-০৯ বোর্ডার গাভাস্কার ট্রফিতে নাগপুরে অনুষ্ঠিত শেষ আটে গৌতম গম্ভীরের বদলে ভারতের একাদশে সুযোগ পান তিনি। সবশেষ তিনি ভারতের জার্সি পরেন ২০১৮ সালের ডিসেম্বরে পার্থ টেস্টে। সবশেষ তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট খেলেছেন ২০১৯ সালের শেষ দিকে। আর ২০২০ সালের সেপ্টেম্বরে আইপিএলে শেষবার পেশাদার ক্রিকেট খেলেন তিনি।

৩৮ বছর বয়সী বিজয় এক বিবৃতিতে বলেছেন, ‘আজ আমি অনেক কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ২০০২-২০১৮ পর্যন্ত আমার পথচলা ছিল জীবনের চমৎকার বছর, ক্রিকেটের শীর্ষ পর্যায়ে ভারতকে প্রতিনিধিত্ব করা সম্মানের।’

তিনি আরো বলেন, ‘আমি রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে আমি বিশ্ব ক্রিকেটের নতুন সুযোগের খোঁজ করতে যাচ্ছি এবং এর ব্যবসায়িক দিকও দেখবো। আমি যে খেলাকে ভালোবাসি সেখানে অংশগ্রহণ করে যাবো এবং নিজেকে নতুন ও ভিন্ন পরিবেশে চ্যালেঞ্জ করছি। আমি বিশ্বাস করি ক্রিকেটার হিসেবে আমার পথচলায় এটা নতুন পদক্ষেপ। আমার জীবনের নতুন অধ্যায়ের জন্য উন্মুখ হয়ে আছি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়