ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৃত্যুর মুখ থেকে ফিরে প্রথমবার নিজের পায়ে দাঁড়ালেন পন্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩  
মৃত্যুর মুখ থেকে ফিরে প্রথমবার নিজের পায়ে দাঁড়ালেন পন্ত

ভয়াবহ গাড়ী দুর্ঘটনার শিকার হয়ে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। গেল ৩০ ডিসেম্বর দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্ত। দুর্ঘটনায় পন্তের গাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। কোনোরকমে প্রাণে বেঁচে ফিরেন এই ক্রিকেটার। কিন্তু মারাত্মক জখম ও আহত হন।

তবে তরুণ এই ক্রিকেটার ভালোভাবেই সেরে উঠছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটার একটি ছবি শেয়ার করেন তিনি। যা ভয়াবহ দুর্ঘটনায় বেঁচে ফেরার পর প্রথমবার নিজের পায়ে দাঁড়ানো তার ছবি।

আরো পড়ুন:

দুর্ঘটনার পর থেকে তার একাধিক অস্ত্রোপচার হয়েছে। শুক্রবারও তার একটি অস্ত্রোপচার হয়। তার সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেই করা হয় এটি। আর অস্ত্রোপচারের পরই স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে থাকার ছবিটি শেয়ার করেন তিনি।

ডাক্তাররা জানিয়েছেন পন্তের পুরোপুরি সেরে উঠতে ৬ থেকে ৯ মাস সময় লাগবে। সে কারণে তিনি ২০২৩ আইপিএল তো খেলতে পারবেনই না, ঘরের মাঠে ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপও খেলার সম্ভাবনাও ক্ষীণ। হয়তো এ বছর মাঠেও ফেরা হবে না তার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়