ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভারতের পাঠ্যপুস্তকে পাকিস্তানের বাবর আজম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৩:০৩, ১ এপ্রিল ২০২৩
ভারতের পাঠ্যপুস্তকে পাকিস্তানের বাবর আজম

ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে। তাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না হতে পারে। কিন্তু দুটি দেশের ক্রিকেটারদের প্রতিভা দমিয়ে রাখার সুযোগ নেই। বর্তমান সময়ে কোন ক্রিকেটার কেমন খেলেন সেটা প্রায় সবাই জানেন। তাইতো দেশের মধ্যে বৈরিতার সম্পর্ক থাকলেও নির্দিষ্ট খেলোয়াড়কে পছন্দ করেন অনেকেই।

বাবর আজম বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেটা ক্রিকেটপ্রেমী মাত্রই জানেন। তাইতো তার মতো একজন ক্রিকেটার চিরশত্রু ভারতের পাঠ্যপুস্তকেও জায়গা পান।

একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিটি ভারতের মাধ্যমিক শিক্ষাক্রমের অষ্টম শ্রেণির বইয়ের ৪৪ নম্বর পৃষ্ঠার। স্পোর্টস ক্যাটাগোরির অধ্যায়ে সেখানে ভারত ও অন্যান্য দেশের তারকা ক্রিকেটারদের ছবি ও নাম দিয়ে সেটা তাদের ‘নিকনেম’ বা ডাকনাম জানতে চাওয়া হয়েছে। সেখানে কলাম ‘বি’-তে শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, ক্রিস গেইল ও যুজবেন্দ্র চাহালের সঙ্গে আছেন বাবার আজমও। অন্যদিকে কলাম ‘এ’-তে আছেন এবি ডি ভিলিয়ার্স, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন ও মাহেন্দ্র সিং ধোনি।

শুধু ভারত নয়, গেল বছর পাকিস্তানের নবম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ে জায়গা পায় বাবর আজমের বিখ্যাত কাভার ড্রাইভ।

বাবর আজম সম্প্রতি আইসিসির স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন। অর্থাৎ ২০২২ সালের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়