ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

বিশ্বকাপ অনেক দেরি: লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২৮ মে ২০২৩   আপডেট: ০১:৩২, ২৯ মে ২০২৩
বিশ্বকাপ অনেক দেরি: লিটন

ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের শক্ত অবস্থান একদিনের ক্রিকেটে। আইসিসি ওয়ানডে সুপার লিগের দিকে তাকালেই হবে আরও স্পষ্ট। তিনে থেকে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে যাবে লাল সবুজের দল।

স্বভাবতই সেই বিশ্বকাপকে ঘিরে হচ্ছে বহুল চর্চা। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস থাকতে চাইছেন বর্তমানে। তার যত ভাবনা আসন্ন আফগানিস্তান সিরিজকে ঘিরেই। সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় একমাত্র টেস্টে লিটনকে নিতে হবে নেতৃত্বের ভারও। তাইতো বিশ্বকাপ নিয়ে লিটন বলছেন এখনো অনেক দেরি। 

‘বিশ্বকাপ এখনো দেরি আছে। আগামীকাল হয়তো আমাদের একটা ক্যাম্প শুরু হবে, দেখা যাক আগে ওটা শুরু করি’ -বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এভাবেই বলেন লিটন। তিনি বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন।

টেস্টে প্রথম দেখায় আফগানদের কাছে হেরেছে বাংলাদেশ। এবার পালা প্রতিশোধের। লিটনও জানান তারা নামবেন জেতার লক্ষ্য নিয়েই, ‘ম্যাচ খেলি জেতার জন্যই। সব সময় জেতার লক্ষ্যই থাকবে।’

১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে নামবে দুই দল। আগামীকাল থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে লিটনদের।

বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার প্রতিক্রিয়ায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘ভাল লাগছে। যদি এরকম নিয়মিত পাই বা যারা ভাল পারফর্ম করবে তারা পায় তারা ভাল করতে আগ্রহ প্রকাশ করবে।’ 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়