ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইংল্যান্ড দলে অভিষেক হচ্ছে পেস সেনসেশান টাংয়ের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৩১ মে ২০২৩  
ইংল্যান্ড দলে অভিষেক হচ্ছে পেস সেনসেশান টাংয়ের

জেমস অ্যান্ডরসন ও অলি রবিনসনের বিকল্প হিসেবে তাকে টেস্ট দলে জায়গা দেওয়া হয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলছেন না অ্যান্ডারসন ও রবিনসন। তাইতো ইংল্যান্ড দলের হয়ে অভিষেক হতে যাচ্ছে নতুন পেস সেনসেশান জস টাং-এর।

আগামীকাল বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। তার আগে মঙ্গলবার সেরা একাদশ ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সেখানে সেরা একাদশে রাখা হয়েছে টাংকে।

আরো পড়ুন:

ম্যাথিউ পটস, স্টুয়ার্ড ব্রডে ও অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে ইংল্যান্ডের পেস আক্রমণে থাকবেন নতুন এই পেস সেনসেশান। অবশ্য স্টোকস বল করবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্ট দলে থাকলেও একাদশে নেই ক্রিস ওকস। কোচ ব্রেন্ডান ম্যাককালাম আগেই জানিয়েছিলেন লর্ডস টেস্টে খেলতে পারবেন না অ্যান্ডারসন ও রবিনসন।

টাং এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। তার মধ্যে স্টিভেন স্মিথের উইকেটও রয়েছে। এ পর্যন্ত ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টাং উইকেট নিয়েছেন ১৬২টি। গড় ২৬.০৪।

অবশ্য ডান কাঁধের ইনজুরির কারণে তিনি ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ১৫ মাস ক্রিকেট খেলতে পারেননি। ইনজুরি থেকে সেরে উঠতে তাকে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছিল।

ইংল্যান্ড দলের সেরা একাদশে জায়গা পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত এই তরুণ পেসার, ‘সত্যিই অসাধারণ অনুভূতি হচ্ছে। ভাষা হারিয়ে ফেলেছি। যখন আমি দলে প্রথম ডাক পাই তখনও এমন অনুভূতি হয়েছিল। এখন আমি সেরা একাদশে জায়গা পেলাম। আসলে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।’

ইংল্যান্ডের একাদশে একমাত্র স্পিনার হিসেবে আছেন জ্যাক লিচ।

আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্টে ইংল্যান্ডের একাদশ:
বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ম্যাথিউ পটস, জশ টাং ও জ্যাক লিচ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়