ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসির বাড়ির পাশে বাড়ি কিনেছেন বুস্কেটস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২২ আগস্ট ২০২৩   আপডেট: ১০:০৪, ২২ আগস্ট ২০২৩
মেসির বাড়ির পাশে বাড়ি কিনেছেন বুস্কেটস

বার্সেলোনায় থাকতেই লিওনেল মেসির সঙ্গে সার্জিও বুস্কেটসের বন্ধুত্বের শুরু। দীর্ঘ সময় বার্সেলোনায় জুটি হয়ে খেলেছেন দু'জন। এবার জুটি বেঁধেছেন মেজর লিগ সকারের (এলএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও মেসির পাশাপাশি থাকছেন এই মিডফিল্ডার। মায়ামিতে মেসির বাড়ির পাশেই বাড়ি কিনেছেন বুস্কেটস।

মেসির বদৌলতে লিগস কাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এই শিরোপা জয়ের একদিন আগেই আরো এক উৎসবের উপলক্ষ্য এসেছে বুস্কেটসের জীবনে। প্রায় ৯ মিলিয়ন (৮.৭) ইউএস ডলার খরচ করে মায়ামির ফ্লোরিডার একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন সাবেক বার্সা খেলোয়াড়।

আরো পড়ুন:

বাড়িটিতে সাতটি বেডরুম, ছয়টি বাথরুম এবং তিনটি গাড়ির গ্যারেজ রয়েছে। এছাড়াও বাড়ির সামনের দিকে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের একটি লেক রয়েছে। এটা মেসির বাসভবনের খুব কাছাকাছি।

ফ্লোরিডায় আসার পর বেশ সুখেই আছেন মেসি ও বুস্কেটস। দুই বন্ধু মিলে প্রায় পরিবার নিয়ে বেরিয়ে পড়েন এবং কেনাকাটা করেন। মাঝেমধ্যে তাদেরকে ও দলের বাকি খেলোয়াড়দের নিয়ে পার্টির আয়োজন করেন মায়ামির মালিক ডেভিড বেকহাম।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়