ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

বিশ্বকাপ দলের সঙ্গে ভারতে আসছেন আর্চার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
বিশ্বকাপ দলের সঙ্গে ভারতে আসছেন আর্চার

রোববার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে অবশ্য নেই জোফরা আর্চার। কিন্তু আজ সোমবার জানা গেল তিনি বিশ্বকাপ দলের সঙ্গে ভারতে আসবেন। তবে সেটা বিশ্বকাপ দলের অংশ হিসেবে নয়, ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।

ইনজুরির কারণে বিশ্বকাপ দলে জায়গা পাননি আর্চার। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন এবং দেশে ফিরে যান। সেই ইনজুরির কারণে তিনি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যান। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষের সিরিজ চলাকালিন তাকে নেট সেশনে বোলিং করতে দেখা গিয়েছিল।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক লুক রাইট জানিয়েছেন, তারা সর্বাত্মক চেষ্টা করছেন আর্চার যাতে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে সেটার জন্য। যাতে করে বিশ্বকাপ চলাকালিন কেউ যদি ইনজুরিতে পড়ে তাহলে তার বিকল্প হিসেবে যেন তাকে ব্যবহার করা যায়।

সে কারণে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে তিনি ভারত আসবেন এবং পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সঙ্গে প্রস্তুত হবেন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের দলে ছিলেন আর্চার। দারুণ বোলিংও করেছিলেন। ১১ ইনিংসে ২৩.০৫ গড়ে উইকেট নিয়েছিলেন ২০টি। ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সুপার ওভারেও দারুণ বোলিং করেছিলেন এবং ১৫ রান ডিফেন্ড করে দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়