ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ পাকিস্তান ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ভারতের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ পাকিস্তান ক্রিকেট দল

ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক মানেই সাপে-নেউলে। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক থেকে শুরু করে ব্যাট-বলের লড়াইয়েও একই অবস্থা। সময়ের সঙ্গে মাঠের সম্পর্কে অনেকটা বরফ গলেছে। এবার বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রেখে উষ্ণ অভ্যর্থনা পেল পাকিস্তান ক্রিকেট দল।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতের মাটিতে পা রাখে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির জন্য কঠোর নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করেছিল ভারত। বিমানবন্দর থেকে শুরু করে টিম হোটেলে পৌছানো অবধি কড়া নিরাপত্তা বলয়ে ছিলেন বাবর আজম-মোহাম্মাদ রিজওয়ানরা। 

আরো পড়ুন:

পাকিস্তানি দলকে অভ্যর্থনা জানাতে হায়দরাবাদ বিমানবন্দরে বেশ কিছু সমর্থক জড়ো হয়েছিল। সমর্থকদের এমন ভালোবাসায় আপ্লুত বাবর ইনস্টাগ্রাম একটি পোস্ট করেছেন। সেখানে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘হায়দরাবাদের ভালোবাসা এবং সমর্থনে আমি অভিভূত!’

শাহিন আফ্রিদি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাই ডে অপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে চমৎকার অভ্যর্থনা।’ বিস্মিত রিজওয়ান লিখেছেন, ‘এখানের মানুষের থেকে বিপুল সাড়া পেয়ে আমি বিস্মিত। সবকিছু অনেক ভালো ছিল। সামনের দেড় মাস কি হয় দেখি।’

আগামী ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। পাকিস্তান তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাবর আজমরা।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়