ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:০৭, ২৭ অক্টোবর ২০২৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

চলমান বিশ্বকাপে আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ওয়ানডেতে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও প্রোটিয়াদের দাপট। এখন পর্যন্ত খেলা দুদলের ৮২টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৫০টিতে জয় আছে দক্ষিণ আফ্রিকার, বিপরীতে ৩১ জয় পাকিস্তানের।

বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে প্রোটিয়ারা। দুই দল পরস্পরের বিপক্ষে বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ খেলেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় তিনটি ম্যাচে। বাকি দুটি ম্যাচ জিতেছে পাকিস্তান।

২০১৫ ও ২০১৯ সালের দুই আসরেই আবার জয়ের মুখ দেখেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তানিরা। এখন দেখার পালা, আজ প্রোটিয়াদের জয়ের সংখ্যা বাড়ে নাকি পাকিস্তানের শেষ চারের আশা টিকে থাকে।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি ও লিজাড উইলিয়ামস।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়