ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:১৫, ১৭ নভেম্বর ২০২৩
কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস

কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই।

কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে ফেসবুকে লিটন লেখেন, ‘সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা এবং শিশু দুজনই সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরো পড়ুন:

এর আগে স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ চলাকালীন সময় দুই দফায় দেশে ফিরে এসেছিলেন লিটন। পরে অবশ্য আবারও যোগ দেন দলের সঙ্গে। 

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিয়ে করেন লিটন। ‍বিয়ের চার বছরের মাথায় লিটনের ঘর আলো করে এলো তার সন্তান।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়