ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্রয়ে শেষ আর্সেনালের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১৩ ডিসেম্বর ২০২৩  
ড্রয়ে শেষ আর্সেনালের

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পায়নি আর্সেনাল। মঙ্গলবার দিবাগত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি অ্যাইন্ডহোভেনের সঙ্গে।

অবশ্য ড্র করলেও শীর্ষে থেকেই নকআউট পর্বে গিয়েছে গার্নার্সরা। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। অ্যাইন্ডহোভেন ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে এবং নিশ্চিত করেছে নকআউট পর্ব। অন্যদিকে লেন্স ৮ পয়েন্ট নিয়ে এবং সেভিয়া ২ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে।

আরো পড়ুন:

এদিন ঘরের মাঠে ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। এ সময় রেইস নেলসনের বাড়িয়ে দেওয়া বল থেকে বাম পায়ের শটে জালে পাঠান এডি এনকেটিয়া। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। ৫০ মিনিটের মাথায় অ্যাইন্ডহোভেনের ইয়োর্বে ভের্তেসেন গোল করে উল্লাসে মাতান ঘরের মাঠের সমর্থকদের। 

বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় এবং পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে আর্সেনাল ও অ্যাইন্ডহোভেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়