ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তৃতীয় টেস্টে পাকিস্তান দলে দুই পরিবর্তন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৩১ ডিসেম্বর ২০২৩  
তৃতীয় টেস্টে পাকিস্তান দলে দুই পরিবর্তন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্ট হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। বুধবার থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। শেষ টেস্টের দলে দুটি পরিবর্তন আনার কথা ভাবছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম-উল-হককে বাদ দিতে পারে। তার পরিবর্তে দলে আসতে পারেন সিয়াম আইয়ুব।

আরো পড়ুন:

প্রথম দুই টেস্টে রান পেতে বেশ ভুগেছেন ইমাম-উল। অবশ্য এক ইনিংসে অন্যদের তুলনায় ভালো পারফরম্যান্স করেছিলেন। রান করেছিলেন ৬২টি। তবে তার গড় পারফরম্যান্স ছিল নিম্নমুখী।

সিয়াম সুযোগ পেলে টেস্টে হয়ে যাবে তার অভিষেক।

তাছাড়া সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্পিনারদের সুবিধা দিয়ে থাকে। সেক্ষেত্রে একাদশে একজন অতিরিক্ত স্পিনার আসতে পারেন। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা আবরার আহমেদ যদি পুরোপুরি ফিট হন তাহলে একাদশে আসতে পারেন তিনি। যদি সেটা না হয় তাহলে সুযোগ পেতে পারেন সাজিদ খান।

সেক্ষেত্রে একজন পেসার বাদ পড়তে পারেন। আর বাদ পড়া পেসারের নাম হতে পারে হাসান আলী।

পাকিস্তান প্রথম টেস্টে ৩৬০ রানে ও দ্বিতীয় টেস্টে ৭৯ রানে হার মানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়