ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাশরাফির সিলেটের সমস্যা কোথায়

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২৯ জানুয়ারি ২০২৪  
মাশরাফির সিলেটের সমস্যা কোথায়

মাশফাফি বিন মুর্তজা কি আগের মতো নিবেদন দেখাতে পারছেন না? সিলেট স্ট্রাইকার্সের টানা চতুর্থ হারের পর সংবাদ সম্মেলনে প্রতিনিধি হয়ে আসা জাকির হাসানের দিকে ছুটে যায় এমন প্রশ্ন। অনুমতি ভাবেই জাকিরের উত্তর ‘না’।

তার মতে অধিনায়ক হিসেবে মাশরাফির নিবেদন কোনো ইস্যু না। সবাই ভালো করতে পারছে না বলে এমন হচ্ছে, ‘আসলে ইস্যু ওটা না, আমরা সবাই ভালো খেলছি না, সবাই সবার থেকে পারফর্ম করতে পারছি না বলে এরকম হচ্ছে।’

আরো পড়ুন:

সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্রেফ উড়িয়ে দেয় মাশরাফির দলকে। টস হেরে ব্যাটিং করতে নেমে ১৩৮ রানের লক্ষ্য দেয় সিলেট। ১৪ বল হাতে রেখে ৮ উইকেট জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। পঞ্চম ম্যাচে খেলে এটা তাদের চতুর্থ জয়, অন্যদিকে সিলেটের চতুর্থ হার।

জাকিরের ভাষায় দলের পারফরম্যান্স ঠিক মতো হচ্ছে না, তাই জয়ের দেখাও পাচ্ছেন না। বিশেষ করে সিলেটের স্থানীয় ক্রিকেটাররা পারফর্ম করতে পারছেন না। নাজমুল হোসেন শান্ত-মোহাম্মদ মিঠুনরা প্রতি ম্যাচেই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শান্ত ৪ ম্যাচে করেন ৬০ রান, তার মধ্যে ১ ম্যাচেই ৩৬ রান! মিথুন সমান ম্যাচে ৪৬ রান, তার মধ্যে এক ম্যাচেই আসে ৪০।

ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম ছিলেন জাকির। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৪৩ রান। এ ছাড়া বিদেশিদের মধ্যে বেনি হাওয়েল, হ্যারি টেক্টররা রান পেলেও দলের চাহিদামতো হচ্ছে না। জাকির বলেন, ‘আমরা নিজেদের জায়গা থেকে ডেলিভার করতে পারছি না। এটাই মেইন ইস্যু। সবাই অনুশীলন করছি, ওখানে সব ঠিক আছে কিন্তু ম্যাচে সব ঠিক হচ্ছে না।’

জয়ের জন্য মরিয়া সিলেট বারবার একাদশে পরিবর্তন আনছে, তবুও আসছে কাঙ্ক্ষিত জয়। বারবার একাদশে পরিবর্তনের কারণ উত্তর দিতে গিয়ে বলেন, ‘এরকম যখন হারতে থাকেন তখন বেস্ট ইলিভেন সেট করা কঠিন। তবুও আমরা চেষ্টা করছি সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার। দেখি সামনের ম্যাচে কি হয়।’

ঢাকায় দুই ম্যাচে হারের পর মাশরাফি সিলেটে জয়ের ফেরার প্রত্যাশা করেছিলেন। কিন্তু এখানেও টানা দুটি হার। প্রথম দিন দর্শক সমাগম বাড়লেও দ্বিতীয় দিন থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ, একটাই হোম টিমের হার।

‘আসলে হার তো সবসময়ই কষ্টের, হার কখনই সুখের না। সিলেটে আমাদের হোম, গতবার ভালো করেছিলাম এখানে। কিন্তু এবার পারছি না। চেষ্টা করছি ফাইট ব্যাক করতে।’

‘গতবার পারফর্ম করেছি দেখেই দর্শকরা এসেছে। এখানে প্রথম ম্যাচে এসেছিল। এবার ডে ম্যাচ বলে হয়তো কম এসেছে। আমরা পারফর্ম করলে আবার দর্শকরা আসবে’-আরও যোগ করেন জাকির।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়