ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হংকংয়ের দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২৪
হংকংয়ের দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মেসি

চলতি বছরের শুরুতেই প্রাক-মৌসুম সফর শুরু করে মায়ামি। প্রথমে সৌদি আরব, এরপর হংকং সফরে যায় মেজর লিগ সকারের (এমএলএস) দলটি। হংকং সফরে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। কিন্তু তাকে এক সেকেন্ডের জন্যেও মাঠে দেখা যায়নি। এতে বেশ ক্ষুব্ধ হয়েছেন সমর্থকেরা। এই ঘটনায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা।  

হংকং একাদশের বিপক্ষে সেই ম্যাচে শুধু মেসিই নন, সুয়ারেজও খেলেননি। যদিও এই ম্যাচের পুর্বে আয়োজকদের সঙ্গে মায়ামির চুক্তি ছিলো। চুক্তি অনুয়ায়ী আয়োজকদের ইন্টার মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছিল, অন্তত ৪৫ মিনিট খেলবেন মেসি। তবে ম্যাচের দিন কেন এমন হলো, তার উত্তর দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সেটারই ব্যাখ্যা দিয়েছেন মেসি।

আরো পড়ুন:

কাতার বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘দুর্ভাগ্য যে আমি হংকং ম্যাচে খেলতে পারিনি। সৌদি আরবে প্রথম ম্যাচে পেশিতে হালকা চোট পেয়েছিলাম। আল নাসরের বিপক্ষে ম্যাচে ইনজুরির অবস্থা জানার জন্য মাঠে নেমেছিলাম। খেলার চেষ্টা করেছিলাম। হংকং এসেও অনুশীলন করেছি। তবে সত্যি বলতে আমি অস্বস্তি বোধ করেছি। আসলে ফুটবলে যে কোনো কিছু ঘটতে পারে, ইনজুরিও হতে পারে।’

সেই সঙ্গে দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন মেসি, ‘ম্যাচ খেলতে না পারায় আমি খুব লজ্জিত, সবসময় খেলতে চাই। সে ম্যাচেও থাকতে চেয়েছিলাম। দর্শকরাও আমাদের ম্যাচ দেখতে খুব আগ্রহী ছিল। আমি আশা করি আমরা আবারও হংকং যাব। আরেকটা ম্যাচ খেলতে পারব।’

হংকং একাদশের বিপক্ষে মেসি না খেললেও জিতেছিল তার দল মায়ামি। কিন্তু শেষ ম্যাচে জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে জিততে পারেনি মায়ামি। এই ম্যাচে মেসি খেললেও তার দল হেরেছে ৪-৩ ব্যবধানে। হংকংয়ের বিপক্ষে মাঠে না নামা মেসিকে জাপানে খেলতে দেখে প্রতিক্রিয়া দেখিয়েছেন দর্শকরা।

এই ঘটনায় হংকং নেতা জন লি’র শীর্ষ উপদেষ্টা রেজিনা আইপি বলেছেন, শহরের মানুষ মেসি এবং তার দল ইন্টার মায়ামিকে ঘৃণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘মেসিকে কখনই হংকংয়ে ফিরতে দেওয়া উচিত নয়।’ একজন ধারাভাষ্যকার প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনি মাঠে নামার সাথে সাথে ক্ষমা চাচ্ছেন। আপনি একজন দুমুখো ব্যক্তির মত অভিনয় করছেন।’

বিশিষ্ট চীনা ভাষ্যকার এবং গ্লোবাল টাইমস কমিউনিস্ট পার্টি ট্যাবলয়েডের সাবেক সম্পাদক হু জিজিন লিখেছেন, ‘অনেক চীনা ভক্ত উচ্চ মূল্যের টিকিট কিনেছেন এবং বিশেষভাবে শুধুমাত্র মেসির জন্য হংকং গিয়েছিলেন। তারা একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং ক্ষমা চাওয়ার যোগ্য।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়