ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শেষ আটের পথে পিএসজি 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শেষ আটের পথে পিএসজি 

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র চলে যাওয়ার পর পিএসজিকে (প্যারিস সেইন্ট জার্মেই) একাই টেনে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। আরেকবার পিএসজির জয়ে অবদান রাখলেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। তাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ম্যাচের শুরুতে অবশ্য খুব বেশি সুযোগ তৈরী করতে পারেনি পিএসজি। বল দখলের লড়াইয়ে বরং এগিয়ে ছিল সোসিয়েদাদ। তাতে বিরতির ঠিক আগে গোল প্রায় পেয়েই যাচ্ছিল সোসিয়েদাদ। তবে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর শট ক্রসবারে লাগে।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা রূপে খেলতে থাকে ফরাসি জায়ান্টরা। তাতে ৫৮তম মিনিটে গোলের দেখা পায় তারা। কর্নারে মার্কিনিয়োসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান অরক্ষিত এমবাপে।

এই গোল দিয়ে এমবাপ্পে ছাড়িয়ে গেলেন সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের গোল এখন ৪৪টি। ইউরোপের মর্যাদার এই আসরে ৪৩ গোল নিয়েই তার পরেই আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।  

৬৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে তার ডান পায়ের জোরাল শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের পাস পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তরুণ ফরাসি ফরোয়ার্ড।

আগামী ৫ মার্চ সোসিয়েদাদের মাঠে হবে ফিরতি লিগ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়