ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেস্ট খেলতে না চাওয়ায় কঠিন শাস্তি পেলেন হারিস রউফ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
টেস্ট খেলতে না চাওয়ায় কঠিন শাস্তি পেলেন হারিস রউফ

গেল বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না চাওয়ায় কঠিন শাস্তিই পেতে হলো হারিস রউফকে। সে কারণে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। পাশাপাশি চলতি বছরের জুন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে তাকে কোনো ছাড়পত্র (এনওসি) না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই সময়ের মধ্যে অবশ্য জাতীয় দলের হয়ে সব ধরনের সিরিজ খেলতে হবে তাকে। এবং এই সময়ে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলে জুনে বিশ্বকাপে খেলবেন।

আরো পড়ুন:

ডিসেম্বরের ওই ঘটনার জন্য তাকে ৩০ জানুয়ারি ডাকা হয়েছিল শুনানিতে। সেখানে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ইনজুরিতে না থাকায় এবং জরুরি কোনো কাজ ও কারণ না থাকার পরও কেন টেস্ট সিরিজে খেলতে চাননি, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি।

রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, পাকিস্তানের হয়ে খেলাটা প্রত্যেক খেলোয়াড়ের প্রথম অগ্রাধিকার ও চূড়ান্ত সম্মানের বিষয় হওয়া উচিত। কিন্তু বৈধ কোনো কারণ ছাড়া পাকিস্তানের হয়ে টেস্টে সিরিজে খেলতে না চাওয়াটা কেন্দ্রীয় চুক্তির লঙ্ঘন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়