ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

বিপিএল ফাইনালের উন্মাদনায় যোগ দিলো বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১ মার্চ ২০২৪   আপডেট: ১৯:১৪, ১ মার্চ ২০২৪
বিপিএল ফাইনালের উন্মাদনায় যোগ দিলো বায়ার্ন মিউনিখ

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনাল নিয়ে দুই দলের সমর্থকরাই বেশ উচ্ছ্বসিত। দুই দলের সমর্থকরাই নিজেরা চ্যাম্পিয়ন হবেন বলে দাবি করছেন।

ফাইনাল শুরুর প্রায় আড়াই ঘণ্টা আগে বিপিএল উন্মাদনায় যোগ দেয় জার্মান বুন্দেস লিগার ক্লাব বায়ার্ন মিউনিখ। কেবল বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য তারা একটি পোস্ট দেয়। সেখানে লিখে, ‘It's BPL - Bangladesh Premier League final day ???
Which team should Harry Kane join? ?
(আজ বিপিএল- বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালের দিন)।
(কোন দলে হ্যারি কেনের যোগ দেওয়া উচিত?)।

এই ক্যাপশনের সঙ্গে তাদের ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেনের ব্যাট হাতে অ্যাকশনের একটি ছবিও শেয়ার করেছে।

বিপিএল নিয়ে জার্মানির ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ পোস্ট দেওয়ায় যারপরনাই উচ্ছ্বসিত বাংলাদেশের বাভারিয়ান ভক্ত-সমর্থকরা। সে কারণে এই পোস্টে ইতোমধ্যে প্রায় ৬০ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট পড়েছে ১১ হাজারের অধিক। আর পোস্টটি শেয়ার হয়েছে ১০ হাজারের বেশি বার।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়