ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রুনাল-পুরান ঝড়ে লখনৌর চ্যালেঞ্জ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৩০ মার্চ ২০২৪   আপডেট: ২২:১৭, ৩০ মার্চ ২০২৪
ক্রুনাল-পুরান ঝড়ে লখনৌর চ্যালেঞ্জ 

কুইন্টন ডি কক ফিফটি করলেও সেটি ছিল কিছুটা ধীরগতির। শেষ দিকে সেটা পুষিয়ে দেন নিকোলাস পুরান-ক্রুনাল পান্ডিয়া। দুজনের ক্যামিওতে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুইশ রানের চ্যালেঞ্জ ছুড়ে লখনৌ সুপার জায়ান্টস।

ভারতরত্ন অটল বিহারী বাজপায়ি স্টেডিয়ামে শনিবার টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৯৯ রান করে লখনৌ। ক্রুনাল ২২ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত ছিলেন। ৪টি চার ও দুটি ছয়ে তার ইনিংস সাজানো ছিল। 

আরো পড়ুন:

সর্বোচ্চ ৫৪ রান আসে ডি ককের ব্যাট থেকে। ৩৮ বলে ৫টি চার ও ২টি ছয়ের মারে এই রান করেন ডি কক। এক প্রান্তে কক যখন আগলে রাখেন তখন লোকেশ রাহুল (১৫) দেবদূত পাডিক্কাল (৯) মার্কাস স্টয়নিসরা (১৯) ইনিংস লম্বা করতে পারেননি। 

এরপর পুরান ঝড়ে ম্যাচে ফেরে লখনৌ। তিনি সমান ৩টি করে ছয়-চারের মারে ২২ বলে ৪৩ রান করেন। শেষ ২ ওভারে ৩ উইকেট না পড়লে লখনৌর রান আরও হতো। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্যাম কারান।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়