ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাত পোহালেই আবাহনী-মোহামেডান মহারণ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৫১, ১ এপ্রিল ২০২৪
রাত পোহালেই আবাহনী-মোহামেডান মহারণ 

আবাহনী-মোহামেডান ম্যাচের একটি দৃশ্যে সাকিবের আবেদন । ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই দলের ম্যাচ রং হারালেও এবার মোহামেডানের পারফরম্যান্স দিচ্ছে জমজমাট ম্যাচের আভাস। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার সকালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। 

আরো পড়ুন:

সপ্তম রাউন্ড শেষে শীর্ষে আছে আবাহনীর। এখন পর্যন্ত আকাশি-নীল জার্সিধারীরা কোনো ম্যাচই হারেনি। অন্যদিকে ৭ ম্যাচে মাত্র একটিতে হারের স্বাদ পেয়েছে সাদা-কালো ক্লাবটি। তাদের সামনে সুযোগ প্রতিদ্বন্দ্বী ক্লাবটিকে হারের স্বাদ দেওয়ার। 

পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান বলে দিচ্ছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। গতবারও দুই দলের ম্যাচ বেশ জমজমাট হয়েছিল। ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৮ রানে হেরে যায় মোহামেডান। এবার প্রতিশোধ নেওয়ার পালা। 

অবশ্য শেষ পাঁচ দেখায় প্রত্যেকবার শেষ হাসি হেসেছে আবাহনী। তাসকিন আহমেদ-আফিফ হোসেন ধ্রুব কিংবা নাঈম শেখসহ তারকায় ঠাসা আবাহনীকে হারানো কঠিনই বটে। 

তবে এবার মোহামেডান ছুটছে জয়ের পথে। দলটির হয়ে দারুণ পারফর্ম করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন-রনি তালুকদার কিংবা মাহমুদউল্লাহ রিয়াদরা। সবশেষ তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে ১ উইকেটে। এবার আবাহনীর বিপক্ষে এমন পারফর্ম করার পালা। 

দিনের অন্য দুই ম্যাচে বিকেএসপির তিন নাম্বার মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর বিকেএসপির চার নাম্বার মাঠে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব।

ঢাকা/রিয়াদ/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়