ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

বাংলাদেশ সফরের দল ঘোষণা ভারতের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:২৫, ১৬ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সফরের দল ঘোষণা ভারতের

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতের মেয়েরা। এই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে তারা। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সাজানা সাজিভান ও সোবহানা আশা। উইমেন’স প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েই দলে জায়গা করে নিয়েছেন এ দুজন।

সোমবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় মেয়েদের।

বাংলাদেশ সফরে দলের নেতৃত্বের ভার দেয়া হয়েছে হারমানপ্রিত কৌরকে। দুই নতুন মুখ বাদ দিলে পুরনোদের মধ্যে দলে ফিরেছেন দয়ালান হেমলতা ও রাধা যাদব। পিঠের চোটে বাদ পড়েছেন ওপেনার জেমিমা রুদ্রিগেজ। 

দলে দুই নতুন মুখের মধ্যে সাজান জায়গা পেয়েছেন মূলত বড় শট খেলার সামর্থ্যের কারণে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর শিরোপা জয়ে বল হাতে বড় অবদান রাখেন আশা। ভারতের প্রথম বোলার হিসেবে নারী প্রিমিয়ার লিগে নেন ৫ উইকেট, টুর্নামেন্টের শিকার দ্বিতীয় সর্বোচ্চ ১২ উইকেট। 

এই সিরিজের সবকটি ম্যাচ হবে ঢাকার বাইরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। একই মাঠে ৩০ তারিখ হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে গড়াবে ৯ মে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো ম্যাচ তিনটি হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্য দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।  

ভারত স্কোয়াড: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালান হেমলতা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যশতিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা যাদব, দিপ্তি শার্মা, পুজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়