ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবাদাকে হটিয়ে অভিষেকেই বিশ্ব রেকর্ড কাসেলের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৪ জুলাই ২০২৪  
রাবাদাকে হটিয়ে অভিষেকেই বিশ্ব রেকর্ড কাসেলের

ওয়ানডে অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়েছেন স্কটল্যান্ডের পেসার চার্লি কাসেল। স্কটল্যান্ডের জার্সি গায়ে খেলতে নেমেই নাম লিখিয়েছেন ওয়ানডে অভিষেকে সেরা বোলিং রেকর্ডে। ওমানের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন কাসেল। তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে।

বিশ্বকাপের লিগ টু-এর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুটা দারুণ করেছিল ওমান। ৪৯ রান তুলতে তারা উইকেট হারিয়েছিল মাত্র দুটি। সেখান থেকেই শুরু কাসেলের গতির ঝড়। নিজের প্রথম ওভারে ৪ বলেই তিনি নেন ৩ উইকেট, বিনিময়ে কোনো রান দেননি কাসেল। পরে আর চারটি উইকেট ঝুলিতে পুরেন।

আরো পড়ুন:

কাসেলের বোলিং তোপে মাত্র ৪২ রান তুলতেই ৮ উইকেট হারায় ওমান। শেষপর্যন্ত ২১.৪ ওভারে ৯১ রানেই গুটিয়ে যায় মধ্যপ্রাচ্যর দেশটি। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় স্কটল্যান্ড। জয় আসে ৮ উইকেটের বড় ব্যবধানে।

ওয়ানডে অভিষেকে সেরা বোলিং ফিগারটা ছিল রাবাদার। বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডসেরও অভিষেকে আছে ৬ উইকেট। ৭ উইকেট নিয়ে দুজনকেই টপকে গেলেন কাসেল। সব মিলিয়ে ওয়ানডে অভিষেকে ৫ বা ততোধিক উইকেট নেওয়ার কীর্তি আছে ১৫ জনের।

সব মিলিয়ে কাসেলের বোলিং ওয়ানডে ইতিহাসের সপ্তম সেরা। সবার ওপরে আছেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়