ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছবিতে দেখুন অলিম্পিকের জমকালো উদ্বোধনী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ১৪:২১, ২৭ জুলাই ২০২৪
ছবিতে দেখুন অলিম্পিকের জমকালো উদ্বোধনী

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাতে পর্দা উঠেছে অলিম্পিক গেমস-২০২৪ এর। চার ঘণ্টার লম্বা উদ্বোধনী অনুষ্ঠানের মোট ১২টি ভাগে ২ হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী পারফর্ম করেন। কিছুটা অদ্ভুত, অধিকাংশ চোখ ধাঁধানো, বৃষ্টিভেজা আর পুরোপুরি স্মরণীয় উদ্বোধনী অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র দেখে নেওয়া যাক।

১. উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ও শেষের দিকে মশাল বহন করেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান।

আরো পড়ুন:

২. সিন নদীর ওপরের একটি ব্রিজে নীল সাদা আর লাল রঙ দিয়ে ফ্রান্সের পতাকার আকৃতি তৈরি করা হয়।

৩. নৌ প্যারেডের অংশ নেওয়া গ্রেট ব্রিটেন দল। সিন নদীর উপরের একটি ব্রিজ থেকে তাদের স্বাগত জানাচ্ছেন দর্শকরা।

৪. অ্যাথলেটদের নৌ প্যারেডে অংশ নেওয়া বাংলাদেশ দল।

৫. একটা অংশে পারফর্ম করছেন যুক্তরাষ্ট্রের পপস্টার লেডি গাগা

৬. সিন নদীর তীরে পারফরম্যান্স করছেন একদল পারফরমার।

৭. পারফরম্যান্সের একটি মনোরম দৃশ্য।

৮. অদ্ভুত পারফরম্যান্সের একটি অংশ।

৯. উদ্বোধনী অনুষ্ঠান সিন নদীর তীরের ভবনগুলো থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছেন অনেকে।

১০. লোহার ঘোড়ায় লৌহমানব হয়ে অলিম্পিকের পতাকা বহনের দৃশ্য।

১১. শেষদিকে অলিম্পিকের মশাল প্রজ্জ্বলেন দৃশ্য।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়