ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৬ বছরের স্কুলছাত্রী জিতলেন অলিম্পিকে স্বর্ণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৯ জুলাই ২০২৪  
১৬ বছরের স্কুলছাত্রী জিতলেন অলিম্পিকে স্বর্ণ

রেকর্ড গড়ে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার নারী শ্যুটার বান হায়োজিন। ১৬ বছর বয়সী এই ছাত্রী এখনও হাইস্কুলের গণ্ডিও শেষ করতে পারেননি। কিন্তু অলিম্পিকের মতো মর্যাদাকর আসরে দেশের হয়ে স্বর্ণ জেতার মতো দুর্দান্ত গৌরব অর্জন করেছেন। শুধু তাই নয়, এটা ছিল গ্রীষ্মকালিন অলিম্পিকে সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার ১০০তম স্বর্ণ। সে দিক দিয়েও তার স্বর্ণটি বিশেষ কিছু।

অবশ্য স্বর্ণ জিততে তার সঙ্গে দুর্দান্ত লড়াই করেন রৌপ্য জয়ী চীনের শ্যুটার ১৭ বছর বয়সী হুয়াং ইউটিং। ২২ শট শেষে দুজনেরই পয়েন্ট হয়েছিল ২৫১.৮। তাতে টাইব্রেকে স্বর্ণ পদক নিশ্চিতের লক্ষ্যে ‘শ্যুট অফে’ অংশ নিতে হয় তাদের দুজনকে। সেখানে হায়োজিন ১০.৪ স্কোর করেন। আর ইয়োটিং করেন ১০.৩। অর্থাৎ ০.১ পয়েন্টের ব্যবধানে স্বর্ণ জয় নিশ্চিত করেন হায়োজিন।

আরো পড়ুন:

এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন সুইজারল্যান্ডের আন্দ্রে গজনিয়াট। তিনি ২৩০.৩ পয়েন্ট স্কোর করেন।

স্বর্ণ জিতে হায়োজিন বলেন, ‘এতো অল্প বয়সে, পরিবারের সদস্যদের ছাড়া ফ্রান্সে এসে আমি বেশ চাপ অনুভব করছিলাম। একাকিত্বও অনুভব করছিলাম।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়