ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩ মাস পর সিংহাসন ফিরে পেলেন রুট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৩১ জুলাই ২০২৪  
১৩ মাস পর সিংহাসন ফিরে পেলেন রুট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম্যান্স করেছেন ইংল্যান্ডের জো রুট। তাতে আবারও হারানো সিংহাসন ফিরে পেয়েছেন ইংলিশ ব্যাটার। এক বছরেরও বেশি সময় পর আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন ইংলিশ তারকা।

আজ বুধবার (৩১ জুলাই) পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসনকে টপকে শীর্ষে উঠলেন রুট। বর্তমানে রুটের রেটিং পয়েন্ট ৮৭২। দুইয়ে থাকা উইলিয়ামসনের পয়েন্ট ৮৫৯। 

আরো পড়ুন:

এ নিয়ে নবমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রুট। ২০১৫ সালের আগস্টে প্রথম ও এবারের আগে সবশেষ ২০২৩ সালের জুনে এক নম্বরে ছিল রুটের নাম।

এদিকে চার ধাপ পিছিয়ে তিন থেকে সাতে নেমে গেছেন রুটের সতীর্থ হ্যারি ব্রুক। আগের সপ্তাহে তিন নম্বরে উঠে আসা ব্রুকের পয়েন্ট এখন ৭৪৯। এক ধাপ করে এগিয়েছেন বাবর আজম, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শর্মা।

টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষেই আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এদিকে প্রথমবার সেরা বিশে পা রেখেছেন মার্ক উড। ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ৭ ধাপ এগিয়ে ২৬, ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ৪ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠেছেন। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে এক নম্বরে রবিন্দ্র জাদেজা।

টি-টোয়েন্টি ব্যাটারদের যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এগিয়েছেন জশস্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ও কুসাল পেরেরা। বোলারদের মধ্যে এক নম্বর স্থান ধরে রেখেছেন আদিল রাশিদ। এছাড়া উন্নতি করেছে ভারতের রবি বিষ্ণই, আর্শদিপ সিং ও ওয়াশিংটন সুন্দর।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়