ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিঙ্গি নৌকায় সোনা তুলে রেকর্ড গড়লেন বাউমস্টার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৭ আগস্ট ২০২৪  
ডিঙ্গি নৌকায় সোনা তুলে রেকর্ড গড়লেন বাউমস্টার

প্যারিস অলিম্পিকে একের পর এক রেকর্ড হচ্ছে। হার মানছেন অলিম্পিক ইতিহাসের কিংবদন্তি মাইকেল ফেলপস ও কার্ল লুইসরা। এবার নতুন এক রেকর্ড গড়লেন নেদারল্যান্ডসের মারিট বাউমস্টার। নারীদের ডিঙ্গি ইভেন্টে সোনা জিতে এই রেকর্ড গড়েন তিনি।

আজ বুধবার (৭ আগস্ট) প্যারিস অলিম্পিকের সেইলিং ইভেন্টে সোনা বাগিয়ে নেন বাউমস্টার। ডিঙ্গি নৌকা বেয়ে তিনি পেছনে ফেলেন ডেনমার্কের অ্যানে-মারি রিন্ডোম ও নরওয়ের লাইন ফ্লেম হোয়েস্টকে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে যথাক্রমে রুপা ও ব্রোঞ্জ জিতেছেন রিন্ডোম এবং হোয়েস্ট।

আরো পড়ুন:

বাউমস্টারের সোনা জয়ের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিকে সব মিলিয়ে নবম সোনা জিতলো নেদারল্যান্ডস। সেইলিংয়ে জিতেছে দ্বিতীয় সোনা। এ সোনা জয়ের মধ্যে দিয়ে একটা রেকর্ডও গড়ে ফেললেন বাউমস্টার। মেয়েদের সেইলিংয়ে এখন অলিম্পিকে সবচেয়ে বেশি ৪টি পদক তার। 

লন্ডন অলিম্পিক থেকে শুরু। সেবার জিতেছিলেন রুপা, এরপর ধারাবাহিকতা বজায় রেখে রিওতে জিতেছেন সোনা। টোকিওতে ব্রোঞ্জের পর এবার প্যারিসেও সোনা জিতলেন ৩৬ বছর বয়সী এই নারীও। তাতেই নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়