ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডেভিড মালান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:০৭, ২৮ আগস্ট ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডেভিড মালান

অনেকদিন ধরেই ইংল্যান্ড জাতীয় দলের আশেপাশে নেই ডেভিড মালান। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়েই নিলেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে ঘোষণা দেন মালান।

২০২৩ বিশ্বকাপের পর থেকেই ইংল্যান্ড জাতীয় দলের আশেপাশে ছিলেন না মালান। অপেক্ষায় ছিলেন সুযোগের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজেও জায়গানা পাওয়ায় অভিমানেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন এই ব্যাটসম্যান।
 
ইংল্যান্ডের হয়ে ২২ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৬২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মালান। টি-টোয়েন্টিতে র‍্যাংকিংয়ের শীর্ষেও ছিলেন একসময়। মালান বেশি পরিচিত ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে তার মারকুটে ব্যাটিংয়ের জন্য। এই ফরম্যাটে তার সেঞ্চুরিও আছে। নিউজিল্যান্ড সফরে গিয়ে ৪৮ বলে সেঞ্চুরিও হাঁকান তিনি।

আরো পড়ুন:

২০২০ সালের সেপ্টেম্বরে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠেন মালান। পরের বছর মার্চে পুরুষ ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ১০০০ টি-টোয়েন্টি রানের রেকর্ড গড়েন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপাজয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

জাতীয় দলকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন এই ক্রিকেটার। দ্যা হান্ড্রেডে নিয়মিতই খেলছেন মালান। এর আগে এসএ২০ এর দল সানরাইজার্স ইস্টার্ন কেইপের হয়ে জিতেছেন শিরোপা। পিএসএলে মুলতান সুলতান্স এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মালানের।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়