ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৪ মাস পর ফিরে তাসকিনের কেমন দিন গেলো 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৩১ আগস্ট ২০২৪  
১৪ মাস পর ফিরে তাসকিনের কেমন দিন গেলো 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের খেলা চলছিল। তাসকিন আহমেদ দুর্দান্ত ঢাকার অধিনায়ক। সংবাদ সম্মেলন শেষে বের হয়ে হাঁটতে হাঁটতে উপস্থিত সাংবাদিকদের বলছিলেন টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) মেনে নেয় তাসকিনের আবদার। চোট প্রবণ এই পেসার বিরতি পেয়ে যান, তবে সেটি ভেঙে ফিরতে ৬ মাসও লাগেনি! 

সতীর্থ শরীফুল ইসলামের চোট রাওয়ালপিন্ডিতে তাসকিনের দরজা খুলে দেয়। ক্রিকেট অভিজাত সংস্করণে ফেরেন ১৪ মাস পর। সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুনে, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। বল হাতে ডানহাতি এই পেসার দিনের শুরুতে এনে দেন সাফল্য, দিন শেষে নামের পাশে জ্বলজ্বল করছে ৩ উইকেট। 

লম্বা বিরতির পর দলে ফেরা, প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করা, সবমিলিয়ে তাসকিনের প্রত্যাবর্তনের দিন কেমন গেলো? শনিবার (৩১ আগস্ট) দ্বিতীয় দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে অবধারিতভাবে তাসকিন এই প্রশ্নের মুখোমুখি হন। 

এই পেসার বলেন, ‘দেড় বছর (১৪ মাস) পর লাল বলের ক্রিকেটে ফিরতে পারার ব্যাপারটা দারুণ। আমি উপভোগ করেছি খেলাটা, সেই সাথে কিছুটা সংগ্রামও করতে হয়েছে। পরের ইনিংস থেকে আশা করছি আমি ঠিকঠাক থাকতে পারব। এখানে মানিয়ে নেওয়ার কিছু ব্যাপার রয়েছে। দারুণ উপভোগ করেছি আজ। তাদের একটি ভালো রানের মধ্যে অলআউট করতে পেরেছি আমরা।’ 

তাসকিনের তোপ আর মেহদী হাসান মিরাজের ঘূর্ণিজাদুতে পাকিস্তান মাত্র ২৭৪ রানে অলআউট হয়। ১৭ ওভারে ৫৭ রান দিয়ে ৩টি উইকেট নেন তাসকিন। প্রথম ওভারেই দারুণ ডেলিভারিতে আব্দুল্লাহ শফিকের উইকেট ভেঙে দেন। তাকে শূন্য রানে ফিরিয়ে শুভসূচনা এনে দেন। এরপর তাসকিনের শিকার সাউদ শাকিল (১৬) ও ফিফটি করে ছড়ি ঘোরাতে থাকা আঘা সালমান (৫৪)। 

তিনটি উইকেটের মাঝে শফিককে পরিকল্পনা মাফিক বোল্ড করতে পেরে উচ্ছ্বসিত তাসকিন, ‘এটা আসলে অনেক অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি ৫টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভেতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়ত আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছ।’

১৪ টেস্টে ৩৩ উইকেট নেয়া তাসকিনের প্রত্যাবর্তনের শুরুটা ভালো হলেও তার চোখ টেস্টের ফলের দিকে, ‘অনেক দিন পর টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল। খেলা তো এখনও শেষ হয়ে যায়নি। দ্বিতীয় ইনিংস আছে। জেতাটাই মূল লক্ষ্য। দল সবার আগে আসে। আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই।’

বাংলাদেশ শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে স্কোর বোর্ডের ১০ রান যোগ করে। তাসকিনের চাওয়া এখন লিড, ‘আসলে লিড নেওয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। বোলিং, ব্যাটিং দুইটাতেই সাহায্য পাওয়া যাচ্ছে। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সাহায্য পাওয়া যাচ্ছে। ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারা দিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ।’

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়