ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শততম ম্যাচে কেইনের জোড়া গোল, ইংল্যান্ডের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৪  
শততম ম্যাচে কেইনের জোড়া গোল, ইংল্যান্ডের জয়

২০১৫ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় স্ট্রাইকার হ্যারি কেইনের। ২০২৪ সালে এসে দেশের হয়ে শততম ম্যাচ খেলতে মাঠে নামেন। মঙ্গলবার দিবাগত রাতে মাইলফলক ছোঁয়ার ম্যাচে জোড়া গোল করেন তিনি। আর তার জোড়া গোলে ভর করে ইংল্যান্ড উয়েফা নেশন্স লিগের ম্যাচে ফিনল্যান্ডকে হারায় ২-০ গোলে।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘বি২’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।

আরো পড়ুন:

টেবিলের তলানিতে থাকা ফিনল্যান্ডের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি থ্রি লায়ন্সরা। ৫৭ মিনিটে গিয়ে প্রথম গোল পায় তারা। এ সময় ডি বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোল করেন কেইন।

৭৬ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন ইংল্যান্ডের অধিনায়ক। এ সময় ডানদিক থেকে ননি মাদুয়েকে কেইনকে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। এবারও একইভাবে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। বাকি সময়ে ইংল্যান্ড যেমন আর ব্যবধান বাড়াতে পারেনি, তেমনি ফিনল্যান্ডও পারেনি কমাতে।

পরের ম্যাচে আগামী মাসে শীর্ষে থাকা গ্রিসের মুখোমুখি হবে ইংল্যান্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়