ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেভাবে দেখবেন ভারত-বাংলাদেশের খেলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৪
যেভাবে দেখবেন ভারত-বাংলাদেশের খেলা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ মানেই অন্যরকম প্রতিদ্বন্দ্বীতার ঝাঁজ। এবারও বাংলাদেশের ভারত সফর নিয়ে একই উন্মাদনা লক্ষ্য করা গেছে। দুই দেশের এই সিরিজ দেখা যাবে কোথায়? কিভাবে? এমন প্রশ্নও আসছে। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে আজ জানা গেল সম্প্রচারক চ্যানেলের নাম।  

চেন্নাইয়ে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১০টায় প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ভারত। এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারতের খেলা। র‍্যাবিটহোল বিডি ডটকম খেলা দেখাবে বলে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে।

আরো পড়ুন:

কানপুরে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়