ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন সপ্তাহের জন্য এমবাপ্পেকে হারাতে পারে রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
তিন সপ্তাহের জন্য এমবাপ্পেকে হারাতে পারে রিয়াল

রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই বল পায়ে আলো ছড়ানো শুরু করেছিলেন কিলিয়ান এমবাপ্পে।প্রায় প্রতি ম্যাচেই জালের দেখা পাচ্ছিলেন ফরাসি তারকা। এমন সময়ই বাধা হয়ে এলো চোট। সেটা বেশ গুরুতর বলে শোনা যাচ্ছে। যদি তেমনটা হয় তবে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন এমবাপ্পে। খবর ইএসপিএনের।

অবশ্য রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ইনজুরির খবর জানানো হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচের পর রিয়াল এক বিবৃতি দিয়ে জানিয়েছিল, বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন এমবাপ্পে।

আরো পড়ুন:

রিয়ালের খবরের জের ধরেই ইএসপিএন লিখেছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২৫ বছর বয়সী এমবাপ্পেকে। আলাভেসের বিপক্ষে ম্যাচটিতে পুরোটা সময় খেলতে পারেননি এমবাপ্পে। পায়ে অস্বস্তি নিয়ে ৮০তম মিনিটে উঠে যান তিনি। 

লা লিগায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৫ গোল করেছেন এমবাপ্পে। ধীরে ধীরে ফিরে পাচ্ছেন ছন্দ। এমন একজনকে ছিটকে যাওয়াটা রিয়ালের জন্য বড় ধাক্কাই হবে। এখন দেখার বিষয় চূড়ান্ত সিদ্ধান্তটা কি আসে।

এখন অবধি ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে আছে রিয়াল। বার্সেলোনার সঙ্গে এবারও তাদের লড়াই চলছে সমানে সমান। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়