ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৩৫, ২৪ অক্টোবর ২০২৪
এক পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

এক পরিবর্তন এনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন খালেদ আহমেদ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  রাতে এক বিবৃতি দিয়ে দল ঘোষণা করে বিসিবি।

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশ সাজিয়েছিল মাত্র একজন পেসার নিয়ে। কিন্তু মিরপুরের কন্ডিশনে পেসারের অভাব দেখা দিয়েছিল। যে ম্যাচে বাংলাদেশ হার মানে সাত উইকেটের ব্যবধানে। মূলত প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের জন্য। ঢাকা টেস্ট শেষ হয়েছে ৪ দিনেই। বাংলাদেশ দল চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবে শনিবার (২৬ অক্টোবর)।

আরো পড়ুন:

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়