ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

সিরিজে চোখ রেখে মাঠে নামবে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৪, ২৯ নভেম্বর ২০২৪
সিরিজে চোখ রেখে মাঠে নামবে বাংলাদেশ 

প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে উড়ন্ত জয়। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে চোখ সিরিজ জয়ে। গো-হারা হেরেও নির্ভার আইরিশ মেয়েরা। তার প্রমাণ মিলেছে তাদের রিকশা ভ্রমণে। মিরপুরে দারুণ এই সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকালে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে জিতে যাওয়ায় বাংলাদেশের মেয়েদের সামনে দারুণ সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়া।

নারী দলের ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুকের চোখ সিরিজ জয়ের দিকে,  ‘‘অবশ্যই আমরা একটা অনেক বড় গ্যাপ দেওয়ার পর ওয়ানডে খেলেছি। ২৫০-এর (বেশি রান), এটা বুস্টআপ করবে। আমার মনে হয় আমরা চাচ্ছি যে, দিনের পর দিন ম্যাচ বাই ম্যাচ ভালো পারফর্ম করার।’’

আরো পড়ুন:

প্রথম ম্যাচে দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফিফটি করেছেন ফারজানা পিংকি। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে আউট হয়েছে শারমিন আক্তার সুপ্তা। তাদের ব্যাটিংয়ের প্রশংসাও ঝরেছে ফারুকের কণ্ঠে। তবে ডট বল নিয়ে জানিয়েছেন উদ্বেগের কথা।

‘‘বড় দলের সঙ্গে আমাদের পার্থক্য হয়ে যায়, ওরাও ডট বল বেশি খেলে কিন্তু ওরা অনেকগুলো বাউন্ডারি খেলে, যেটা আমরা পারি না। বাউন্ডারির অপশনটা আমাদেরও বাড়ছে, আশা করি পরের দুই ম্যাচে আরও ভালো করব।’’

ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এনে সাফল্য পেয়েছেন সুপ্তা। তার কথা বলতে গিয়ে ফারুক বলেন, ‘‘আমরা সর্বশেষ আট মাস টি-টোয়েন্টি নিয়ে মনোযোগী ছিলাম। আপনি যদি দেখেন, নিকট অতীতে অস্ট্রেলিয়া ছাড়া আমরা ওয়ানডেতে ভালো ছিলাম। হ্যাঁ, সুপ্তা ফেরাতে ভালো হলো। অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে সর্বশেষ এক বছর আগে যে সুপ্তা ছিল, এখনকার সুপ্তার মধ্যে মানসিকতার দিক থেকে অনেক শক্ত।’’

ঢাকা/রিয়াদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়