ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংখ্যায় সংখ্যায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৮ ডিসেম্বর ২০২৪  
সংখ্যায় সংখ্যায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের যত রেকর্ড

৮-০

গোলাপি বলের ম্যাচে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার হার-জিতের পরিসংখ্যান। যেখানে তারা ৮ ম্যাচ জয়ের বিপরীতে হারেনি একটিও। সব মিলিয়ে ১৩টি গোলাপি বলের ম্যাচ খেলে ১২ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার হার মাত্র একটি। 

আরো পড়ুন:

১০৩১

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাডিলেড টেস্টে দুই দল মিলে মোট বল করেছে ১০৩১টি। যা দুই দলের মধ্যে টেস্টে সবচেয়ে কম বলের রেকর্ড। আগেরটি ছিল ২০২৩ সালে ইন্দোর টেস্টে। সেবার দুই দল মিলে ১১৩৫ বল খেলেছিল। 

৪৮৬

অ্যাডিলেডে মাত্র ৪৮৬ বল খেলতে পেরেছে ভারত, যা তাদের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন বল খেলার রেকর্ড। ভারত টেস্টে সবচেয়ে কম বল খেলেছিল ১৯৫২ সালে ম্যানচেস্টারে, ৩৪৯ বল।

১৯

এ নিয়ে ১৯ বার টেস্টে ১০ উইকেটের ব্যবধানে হারলো ভারত। ১০ উইকেটের ব্যবধানে পরাজয়ের তালিকায় তাদের উপরে আছে ইংল্যান্ড। তারা মোট ২৫ বার ১০ উইকেটে হেরেছে। আর সবার উপরে আছে অস্ট্রেলিয়া। অজিরা ৩২ বার টেস্টে ১০ উইকেটের ব্যবধানে হেরেছে।

১২

২০১৮ সাল থেকে প্যাট কামিন্সের পাঁচ উইকেটের সংখ্যা। যা কিনা এই সময়ের মধ্যে সর্বোচ্চ। কামিন্সের সঙ্গে বাংলাদেশের তাইজুল ইসলাম ও কামিন্সের সতীর্থ লাথান লায়নও আছেন। ১১টি নিয়ে দুইয়ে আছেন ভারতের জসপ্রীত বুমরাহ।

টেস্টের ৭ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দুই ইনিংসেই সর্বোচ্চ রান করা ভারতীয় ব্যাটারের সংখ্যা মাত্র ৪ জন। সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন নিতীশ কুমার রেড্ডি। আগের তিনজন হলেন -চান্দু বর্দে (ইডেন গার্ডেনস, ১৯৬১ বনাম ইংল্যান্ড), মহেন্দ্র সিং ধোনী (বার্মিংহ্যাম, ২০১১ বনাম ইংল্যান্ড) এবং রবিচন্দ্রন অশ্বিন (লর্ডস, ২০১৮ বনাম ইংল্যান্ড)।

নিতীশ কুমার রেড্ডি দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে প্রথম চার টেস্ট ইনিংসের মধ্যে তিনটিতেই দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। এর আগে ১৯৭১ সালে অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন সুনীল গাভাস্কার।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়