ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্টার্কের তোপে ১৮০ রানেই অলআউট ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২১, ৬ ডিসেম্বর ২০২৪
স্টার্কের তোপে ১৮০ রানেই অলআউট ভারত

দিবারাত্রির টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংটা ভালো হলো না ভারতের। মিচেল স্টার্কের বোলিং তোপে চা বিরতি পর্যন্তও যেতে পারেনি তারা। অ্যাডিলেইডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে মাত্র ১৮০ রানেই গুটিয়ে গেছে তাদের প্রথম ইনিংস।

২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তুলে নৈশভোজের বিরতিতে যায় ভারত। বিরতির পর এসে মাত্র ৯৮ রানে বাকি ৬ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়। মিচেল স্টার্ক ১৪.১ ওভার বল করে ২ মেডেনসহ ৪৮ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন। যা তার ক্যারিয়ারের ১৫তম ফাইফার। ২টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।

আরো পড়ুন:

ভারতের কেউ ব্যাট হাতে ফিফটির দেখা পায়নি। সর্বোচ্চ ৪২ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় এই রান করেন তিনি। লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান। তার ইনিংসে ৬টি চারের মার ছিল। এছাড়া শুভমান গিল ৫ চারে ৩১, রবীচন্দ্রন অশ্বিন ৩ চারে ২২ ও ঋভষ পন্ত ২ চারে করেন ২১ রান।

প্রথম টেস্ট ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে আছে ভারত। এই টেস্ট জিতলে তারা আরও এগিয়ে যাবে। অন্যদিকে অস্ট্রেলিয়া জিতলে সিরিজে ফিরবে সমতা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়