ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৮ বছর পর বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:০৮, ২২ ডিসেম্বর ২০২৪
১৮ বছর পর বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে অ্যাটলেটিকো

স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার (২১ ডিসেম্বর, ২০২৪) রাতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যা বার্সেলোনার ঘরের মাঠে ১৮ বছর পর পাওয়া জয়। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটা অ্যাটলেটিকোর টানা ১২তম জয়।

অন্যদিকে এই হারে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারালো কাতালানরা। তাতে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে অ্যাটলেটিকো। ১৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৪১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। আর ১৭ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান তৃতীয়তে।

আরো পড়ুন:

ঘরের মাঠে অবশ্য এদিন প্রথমার্ধে দারুণ খেলেছিল বার্সা। ৩০ মিনিটের মাথায় গাভির বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ে নিচু শট নিয়ে জালে জড়ান পেদ্রি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির পর ৬০ মিনিটের মাথায় সমতা ফেরায় অ্যাটলেটিকো। এ সময় বার্সার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে অ্যাটলেটিকোর রদ্রিগো ডি পল গোল করে সমতা ফেরান। এর আগে অবশ্য বার্সার রাফিনহার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। আর ফারমিন লোপেজের কাছ থেকে নেওয়া শট অ্যাটলেটিকোর গোলরক্ষক জান ওব্লাক কোনোরকমে পা দিয়ে ফেরান। এছাড়া রবার্ত লেভানডোভস্কির নেওয়া একটি শটও ধরে ফেলেন ওব্লাক।

সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯০+৬) বার্সেলোনা ও তাদের দর্শকদের কিংকর্তব্যবিমূঢ় করে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এ সময় পাল্টা আক্রমণে উঠে বল নিয়ে এগিয়ে যান নাহুয়েল মলিনা। এরপর ক্রসে বাড়িয়ে দেন আলেকজান্ডার সোরলোথকে। তিনি বাম পায়ের শটে জালে জড়িয়ে দেড় যুগ পর বার্সেলোনার মাঠে অ্যাটলেটিকোকে জয় উপহার দেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়