ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হারালেন খালেদ, চিটাগং কিংসের শোক

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৭ জানুয়ারি ২০২৫  
মা হারালেন খালেদ, চিটাগং কিংসের শোক

বিপিএলটা বেশ ভালো কাটছিল পেসার সৈয়দ খালেদ আহমেদের। তার দলও জিতছিল। যেখানে অবদান ছিল ডানহাতি পেসারের। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) টানা চতুর্থ জয়েও খালেদ অবদান রেখেছিলেন ২৬ রানে ২ উইকেট নিয়ে।

জয়ের আনন্দ দলের সঙ্গেই ভাগাভাগি করেছিলেন তিনি। কিন্তু হোটেলে ফিরে পৃথিবী ভেঙে পড়ে তার। জানতে পারেন, মায়ের মুত্যুর খবর। মাঠে খেলছিলেন বলে সেই খবর তাকে জানানো হয়নি। চিটাগং কিংসের অফিসিয়াল পেইজ থেকে জানানো হয়, ‘‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা থাকল। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে জায়গা করে দেন।”

আরো পড়ুন:

সাথে সাথেই নিজের বাড়ি সিলেটের উদ্দেশ্যে রওনা হন খালেদ। আজ তাদের আরেকটি ম্যাচ রয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। ম্যাচে খালেদ থাকছেন না নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার ইয়াকুব।

পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে এখনও পর্যন্ত চিটাগং কিংসের দ্বিতীয় সফলতম বোলার খালেদ। জাতীয় দলের হয়ে ১৫ টেস্ট ও দুই ওয়ানডে খেলা খালেদকে ছুটি দিয়েছে দলটি। কঠিন এই মুহূর্তে খালেদের পাশে রয়েছে চিটাগং।

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়