ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৫১, ২২ জানুয়ারি ২০২৫
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা 

স্কটল্যান্ডের পিপা স্প্রৌল এবং নিয়াম মুইরের ৫০ রানের জুটি কিছুটা ভীতি সৃষ্টি করেছিল। তবে সেই শংকাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা। আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটিশ মেয়েদেরকে ১৮ রানে হারিয়েছে ছোট বাঘিনীরা। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ মেয়েরা নিশ্চিত করল বিশ্বকাপের সুপার সিক্স।

আজ বুধবার (২২ জানুয়ারি, ২০২৫) মালয়েশিয়াতে বিশ্বকাপে বাংলাদেশের ৯ উইকেটে করা ১২১ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

‘ডি’ গ্রুপের ম্যাচে বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন স্কটল্যান্ডের কাপ্তান মুইর। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ধাক্কা খায় ম্যাচের দ্বিতীয় বলেই। শূন্য রানে আউট হন সুমাইয়া আক্তার সুবর্ণা। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া রান আউট হন ১২ বলে ১৪ করে। টিকতে পারেননি সাদিয়া ইসলামও (৬)।

আরো পড়ুন:

তিনে নামা জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা টেনে নেন দলকে। একটি করে ছক্কা ও চারে ২০ রান করেন এই কিপার-ব্যাটার। আগের ম্যাচে ২৯ রান করা আফিয়া আশিমা এবার একটি করে ছক্কা ও চারে ১৯ বলে করেন ২১। তবু একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। ৭ উইকেট পড়েছিল ৮৮ রানে। অধিনায়ক সুমাইয়া আক্তার এ দিন সাত নম্বরে নেমে  শেষ পর্যন্ত ২৮ রানে অপরাজিত ছিলেন। কাপ্তানের এই ইনিংসের উপর ভর করে ১২১ রানের পুঁজি পায় বাংলাদেশ।

টার্গেট তাড়ায় জয়ের পথে ভালোভাবেই ছিল স্কটিশ মেয়েরা। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন স্প্রৌল-মুইর জুটি। দলীয় ৬৯ রানের মাথায় ৩২ বলে ২২ রান করে থামেন মুইর। হাবিবা পিংকির শিকার হয়েছেন তিনি।

এরপর স্প্রৌলের বিদায়ে ছিটকে যায় স্কটল্যান্ড। আনিসা আক্তার সোবার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৩ রান। এই ব্যাটারের বিদায়ের পর আর কেউ সেভাবে লড়াই চালাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করা আনিসা আক্তার সোবা জিতেন ম্যাচসেরার পুরস্কার। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।

উল্লেখ্য চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। 

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়