ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়েও সন্তষ্ট নন লিভারপুল কাপ্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২৫
টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়েও সন্তষ্ট নন লিভারপুল কাপ্তান

কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) টটেনহ্যাম হটস্পারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। দুই লেগ মিলিয়ে ৪-১ অ্যাগ্রিগেটে ফাইনালে উঠে গিয়েছে অলরেডরা। তবে এই দুর্দান্ত জয়ের পরও লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক দলের পারফরম্যান্সের কিছু দিক নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

কোডি গাকপো, মোহাম্মদ সালাহ, দমিনিক সোবোসলাই এবং ভ্যান ডাইকের গোলে লিভারপুল স্পার্সকে রীতিমত বিধ্বস্ত করেছে। আর্নে স্লটের দলটি প্রথম মিনিট থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে। সেই তীব্রতা এতোটাই বেশি ছিল যে, গোটা ম্যাচে স্পার্স একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি!

আরো পড়ুন:

 

তবে এমন দারুণ প্রদর্শনীর পরও ভ্যান ডাইক নিজেদের প্রথমার্ধের পারফরম্যান্সের সমালোচনা করেছেন, “আমাদের একটি পরিপূর্ণ পারফরম্যান্স প্রয়োজন ছিল। আমি এখনও মনে করি, প্রথমার্ধে আমরা আরও আক্রমণাত্বক হয়ে তাদের ওপর চাপ বাড়াতে পারতাম, এবং এটাই আমি (দলকে) বলেছি। তবে যেমনভাবে আজ রাতে জিতলাম, এটা দলের এবং ক্লাবের জন্য দারুণ। এখন আমরা এফএ কাপের দিকে মনোযোগ দিব।”

এই ফলাফল এই মৌসুমে লিভারপুলের চারটি বড় শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছে। স্লটের দল প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। একম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনাল ৬ পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে এবারের রবিন রাউন্ড পদ্ধতির চ্যাম্পিয়নস লিগে শীর্ষে থেকেই সেরা ষোলোতে ওঠেছে অলরেডরা।

লিভারপুল এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথ আর্গাইলের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে রবিবার। অন্যদিকে আগামী ১৬ মার্চ কারাবাও কাপ ফাইনালে নিউক্যাসলের মুখোমুখি হবে তারা।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়