যে রেকর্ড রোহিত বাদে আর কারো নেই
আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। আইসিসি ইভেন্টে ভারতের শিরোপা মানেই ভারতের ক্রিকেটের হাওয়া বদল। নিজেদের আরো একধাপ এগিয়ে যাওয়া। সেখানে ফাইনালে উঠাও কিন্তু কম কীর্তি নয়।
ভারতের রোহিত শর্মার কথাই ধরুন। অধিনায়ক হওয়ার পর ভারতকে প্রত্যেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে তুলেছেন। শিরোপা পেয়েছেন মাত্র একটি। কিন্তু এমন রেকর্ড ক্রিকেট বিশ্বে আর কারো নেই।
ক্রিকেট বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে সবকটি আইসিসি ইভেন্টে ফাইনাল খেলার রেকর্ড এখন শুধুই রোহিত শর্মার। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার মধ্য দিয়ে এর পূর্ণতা পেয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শেষ দুই বছর ভারতটি চারটি ফাইনাল খেলেছে।
২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লর্ডসে অনুষ্ঠিত সেই ফাইনালে ভারত অবশ্য জিততে পারেনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারতের সামনে আসে অস্ট্রেলিয়া বাধা। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে সেবার ভারত ও অস্ট্রেলিয়া ফাইনাল খেলেছিল। রোহিতের হাত ধরে অদম্য, অপরাজিত ভারত গিয়েছিল ফাইনালে। কিন্তু শিরোপার ছোঁয়া পায়নি টিম ইন্ডিয়া।
২০২৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এবারও ভারত অপ্রতিরোধ্য পারফরম্যান্সে ফাইনালে উঠে এবং শেষমেশ শিরোপা নিশ্চিত করে মিশন শেষ করে। এবার ভারতের সামনে শিরোপার পথে বাধা নিউ জিল্যান্ড। রোহিত শর্মার দল এবার শিরোপা পাবে কিনা সময় বলে দেবে। তবে রোহিতের জন্য অনন্য এক ইতিহাস হতে যাচ্ছে আগামীকালের ফাইনাল।
দুই বছর আগে নিজেদের মাটিতে ভারত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা খুইয়েছিল। এবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে পূর্ণতা চায় ভারত। দলটির সহ অধিনায়ক শুভমান গিল বলেছেন, ‘‘আমরা শেষবার শিরোপা জিততে পারেনি। আশা করছি এবার আমরা পারবো এবং সেই চেষ্টাই করবো।’’
ঢাকা/ইয়াসিন