ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

স্পিনার নাকি পেসার, ফাইনালে কারা ফেলবে প্রভাব?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৯ মার্চ ২০২৫   আপডেট: ১২:৪৪, ৯ মার্চ ২০২৫
স্পিনার নাকি পেসার, ফাইনালে কারা ফেলবে প্রভাব?

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (৯ মার্চ, ২০২৫) চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল, যেখানে ভারতের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচের পিচ কেমন হবে?

ভারত আইসিসি থেকে বাড়তি সুবিধা নিয়ে তাদের প্রতিটা ম্যাচই খেলছে একই স্টেডিয়ামে। এমনকি কন্ডিশনের ব্যাপারে জেনেই স্কোয়াডে ৫ জন বিশেষজ্ঞ স্পিনার রেখেছে তারা। শেষ দুই ম্যাচে তারা একাদশে ৪ জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছে। স্বাভাবিকভাবেই বুঝা যাচ্ছে ফাইনালের উইকেটও স্পিন বান্ধব হবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আজকের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস। সারা দিনটি উষ্ণ থাকবে এবং সূর্যের আলো কিছু সময় থাকবে। মেঘাছন্ন থাকতে পারে পরিবেশ। আজ দুবাইয়ে মেঘের আচ্ছাদন থাকবে ৬৪ শতাংশ।

আরো পড়ুন:

তবে ক্রিকেটপ্রেমীদের জন্য আছে সুখবর। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মাত্র ১ শতাংশ সম্ভাবনা আছে বৃষ্টির। দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতি থাকবে ঘন্টায় প্রায় ১৯ কিলোমিটার। তবে সেটি ঝড়ো বাতাসে রূপ নিলে গতি ঘন্টায় ৪৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ সাধারণত সুষম। এটি ব্যাটসম্যন ও বোলার দুই পক্ষকেই কিছু সহায়তা দেয়। তবে ম্যাচের পরবর্তী পর্যায়ে স্পিনারদের জন্যও সহায়ক হতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আর্দ্রতার পরিমাণও কম হওয়ায়, ম্যাচের বয়স যত গড়াবে উইকেট ততই শুকিয়ে যেতে পারে। ফলে শেষের দিকে ব্যাটিং আরও চ্যালেঞ্জিং হতে পারে। তাই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

ভারতের সমান চার জন বিশেষজ্ঞ স্পিনাত খেলাচ্ছে নিউ জিল্যান্ডও। স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল ছাড়া বাকিরা অবশ্য খন্ডকালীন হাত ঘুড়ায়। তবে পার্টটাইমার হলেও রাচিন আর গ্লেন ফিলিপস প্রয়োজনে দশ ওভারের কোটা পূরন করতে পারেন।

এই আসরে ভারতের পর সবচেয়ে শক্তিশালী স্পিন ডিপার্টমেন্টটা নিউ জিল্যান্ডেরই। তাই দুবাইয়ের ‘স্লো এবং লো’ উইকেটে কেউ যদি টিম ইন্ডিয়াকে হারাতে পারে তবে সেটা নিউ জিল্যান্ড।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়