ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিম্বাবুয়েকে ধবলধোলাই করা নিয়ে সিমন্সের ভিন্ন ভাবনা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:০০, ১৮ এপ্রিল ২০২৫
জিম্বাবুয়েকে ধবলধোলাই করা নিয়ে সিমন্সের ভিন্ন ভাবনা 

প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন বাংলাদেশের চাওয়া থাকবে শুধু জয়। এটাই অনুমিত। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও এর বিকল্প নেই। এ নিয়ে কী ভাবছেন বাংলাদেশের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স? 

সিলেটে সিরিজ শুরুর দুই দিন আগে শুক্রবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের কোচ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে সিরিজের আগেই ধবলধোলাই করা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তবে, এখানে ভিন্ন ভাবনাই প্রকাশ করেছেন সিমন্স।

তিনি বলেছেন, “আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব।”

“প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে,” এভাবেই বলেছেন সিমন্স। 

২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল থেকে, চট্টগ্রামে। 

সর্বশেষ জিম্বাবুয়ে বাংলাদেশে টেস্ট খেলেছিল ২০২০ সালে। মিরপুর শের-ই-বাংলায় সেবার ইনিংস ও ১০৬ রানের বড় ব্যধানে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলে প্রায় চার মাস আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

সপ্তাহখানেক ধরে সিলেটে লাল বলের প্রস্তুতি নিচ্ছে লাল সবুজের দল। তাতে খুশি সিমন্স। 

“প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।”

বাংলাদেশ কোচ বার্তা দিয়েছেন স্পোর্টিং উইকেটের। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো বিশেষ উইকেট বানিয়ে জিততে চান না তিনি।

“আমাদের পরিকল্পনা আছে প্রোপার উইকেট প্রস্তুত করার। আমরা টেস্ট দলটাকে যেদিকে নিয়ে যেতে চাই, ওরকম খেলতে চাই। আমরা একটা নির্দিষ্ট ওয়েতে খেলি, এজন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নাই।”

“প্রোপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই। আমরা ওখানে গিয়েছি আজ। উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে। আমাদের দেখতে হবে কাল সকালে কেমন হয়”, বলেছেন ফিল সিমন্স। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়