ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

ফয়সাল-আশিকুরের গোলে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৬ মে ২০২৫   আপডেট: ১৮:৩৪, ১৬ মে ২০২৫
ফয়সাল-আশিকুরের গোলে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ইতিহাসের আরেক ধাপে পা রাখল বাংলাদেশ যুবদল। সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

আজ শুক্রবার (১৬ মে) বিকেলে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে দুই দলই গোলবঞ্চিত থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে ফয়সালের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান আশিকুর। তাতে বাংলাদেশ শিবিরে আসে প্রথম আনন্দের ঢেউ।

এই গোলে আত্মবিশ্বাস পেয়ে যায় লাল-সবুজরা। মিনিট সাতেক পর আবারও ফয়সালের নাম উঠে আসে স্কোরশিটে। দারুণ এক দৌড়ে রক্ষণচ্যুত হয়ে বল জাল ঠেলে ব্যবধান দ্বিগুণ করেন এই উদীয়মান মিডফিল্ডার।

আরো পড়ুন:

নেপাল অবশ্য হার মানতে রাজি ছিল না। ৮৬ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। তবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বাকি সময়টুকুতে রক্ষণদেয়াল আঁটসাঁট করে ধরে রাখে বাংলাদেশ, নিশ্চিত করে বহু কাঙ্ক্ষিত জয়।

এ জয়ের ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল। এখন তারা এক কদম দূরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব থেকে।

আজ রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও মালদ্বীপ। সেই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ফাইনাল প্রতিপক্ষ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়