ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবলির সেঞ্চুরিতে বড় পুঁজি গড়ার পথে ইমার্জিং দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২০ মে ২০২৫  
শিবলির সেঞ্চুরিতে বড় পুঁজি গড়ার পথে ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ভালো অবস্থানে আছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৩৩ রান তুলে মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

ওপেনার আশিকুর রহমান হাঁকিয়েছেন সেঞ্চুরি। তিনি করেছেন ১০৪ রান। তার ব্যাটে ভর করেই চওড়া হয়েছে বাংলাদেশের স্কোরবোর্ড। ১৪৩ বলে ১৬টি চার ও ১টি ছক্কায় সাজান শত রানের ইনিংসটি। অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ৪২ এবং প্রীতম কুমার ৩১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

আরো পড়ুন:

সেঞ্চুরিয়ান শিবলি ছাড়াও সাজঘরে ফিরেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (১২), আইচ মোল্লা (২৪) ও আরিফুল ইসলাম (৩)।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংস শুরু থেকেই এগিয়ে নিয়ে যান শিবলি। আরেক ওপেনার রিজওয়ান বেশিক্ষণ টিকতে পারেননি। মারমুখী ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন শিবলি। স্পিনার শেপো ইনোসেন্টকে ডিপ কভার দিয়ে চার মেরে ৪৮ বলে ফিফটি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

সেঞ্চুরিতে পৌঁছাতেও হাঁকান ছক্কা। নব্বইয়ের ঘরে পৌঁছে প্রথমে চার, পরে একই বোলারকে ছক্কা মেরে পেরিয়ে যান শতরানের গণ্ডি। তবে সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক শাহাদাতের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন সেঞ্চুরিয়ান শিবলি।

ভালো অবস্থানে দিন শেষ করা বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় দিনে কী করে, সেটিই এখন দেখার বিষয়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়