জিনেদিন জিদান: ফ্রান্সের ডাগআউটেই চোখ কিংবদন্তির
নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারে ফ্রান্সকে এনে দিয়েছেন বিশ্বজয়ের স্বাদ। কোচিংয়েও ইতিহাস গড়েছেন ইউরোপের রাজত্বে। এবার সেই জিনেদিন জিদান নিজেকে প্রস্তুত মনে করছেন ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার জন্য—এবং সেটিকে তিনি বলছেন তাঁর ‘স্বপ্নের দায়িত্ব’।
সম্প্রতি অ্যাডিডাসের একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে জিদান জানান, “আমি মনে করি, ফ্রান্স দলের জন্য আমার যথেষ্ট কিছু দেওয়ার আছে। এই দলে আমার হৃদয় জড়িয়ে আছে। ১২-১৪ বছর খেলেছি, অনেক স্মৃতি। এখন চাই সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিছু ফিরিয়ে দিতে।”
ফ্রান্সের ফুটবল ইতিহাসে জিদানের নাম লেখা সোনালি অক্ষরে। ১৯৯৮ বিশ্বকাপে তার দুই গোলে দেশ প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আর ঠিক তার পাশেই ছিলেন দিদিয়ের দেশম—অধিনায়ক হিসেবে। পরে কোচ হিসেবেও দেশম ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন, ২০২২ ফাইনালেও নিয়ে যান।
তবে সব কিছুর শেষ আছে। দেশম ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর তিনি জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ঠিক তখনই খুলে যেতে পারে জিদানের জন্য দরজা।
কোচ হিসেবে জিদানের রেকর্ডও ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, দুটি লা লিগাসহ একাধিক ট্রফি জিতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফুটবল ইতিহাসের সেরা কোচদের একজন হিসেবে। যদিও ২০২১ সালে রিয়াল ছাড়ার পর তিনি আর কোনো দলের কোচিংয়ে আসেননি।
জিদান তাই এখনো অপেক্ষায়। না কোনো ক্লাবের, বরং দেশের ডাকের। আর সেই ডাক যদি আসে, তবে হয়তো ২০২৬ বিশ্বকাপের পর দেখা যাবে, পুরনো নায়ক আবার ফিরেছেন দেশের জন্য, এবার ভিন্ন ভূমিকায়।
ঢাকা/আমিনুল