ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

জোড়া সেঞ্চুরিতে শান্তর ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২১ জুন ২০২৫   আপডেট: ১৫:৫২, ২১ জুন ২০২৫
জোড়া সেঞ্চুরিতে শান্তর ইতিহাস

এই স্বাদ নাজমুল হোসেন শান্ত আগেও পেয়েছেন। ২০২৩ সালে মিরপুর শের-ই-বাংলাতেই আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন। প্রথম ইনিংসে ১৪৬। দ্বিতীয় ইনিংসে ১২৪। 

বাংলাদেশের হয়ে এই কীর্তি প্রথম করেছিলেন মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ রান করেছিলেন প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে। দ্বিতীয় ইনিংসেও হেসেছিল তার ব্যাট। করেছিলেন ১০৫ রান। শান্ত নিজের নামের পাশে আরেকবার জোড়া সেঞ্চুরির কীর্তি লিখে নিলেন। 

চলমান গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেন। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ঝকঝকে ১৪৮ রান। তবে অধিনায়ক এটাই প্রথম কীর্তি শান্তর। 

আরো পড়ুন:

টেস্ট ইতিহাসে শান্তর আগে দুবার টেস্টে একাধিকবার জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ১৪ জন ব্যাটসম্যান। এর মধ্যে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার করেছেন তিনবার। শান্তকে নিয়ে দুবার টেস্টে জোড়া সেঞ্চুরি আছে শুধু ১২ জনের। টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটসম্যান শান্ত। 

বিদেশের মাঠে অধিনায়ক হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরির তালিকায় অষ্টম শান্ত। শ্রীলঙ্কার মাঠে কোনো বিদেশি অধিনায়কের জোড়া সেঞ্চুরির ঘটনা এটিই প্রথম।

৩৬ ম্যাচের ক্যারিয়ারে শান্তর এটি সপ্তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হক (১৩), মুশফিকুর রহিম (১২) ও তামিম ইকবালের (১০)।

এই সিরিজের আগে প্রবল চাপে ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ২২ গজে জোড়া সেঞ্চুরিতে সেই চাপ স্রেফ উড়িয়ে দিলেন। হেলমেট খুলে মুখে চওড়া হাসি ও চিৎকারে শান্ত সব বাঁধা পেরিয়ে লঙ্কা জয় করলেন প্রবল আত্মবিশ্বাস নিয়ে।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়