ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২৮ জুন ২০২৫  
টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত 

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব হারানোর পর গুঞ্জন উঠেছিল যে, নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়কত্বও ছাড়তে পারেন। সে গুঞ্জন এখন আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। সত্যি সত্যিই টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন তিনি।

শনিবার (২৮ জুন) সকালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 

আরো পড়ুন:

তিনি জানিয়েছেন, তিন ফরম্যাটে তিন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে, তাই তিনি সরে যাচ্ছেন। 

নাজমুল হোসেন শান্ত বলেছেন, “আমার ব্যক্তিগত অভিমত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনজন অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।” 

শ্রীলঙ্কা সিরিজের আগে শান্তকে ওয়ানডে নেতৃত্ব থেকে বাদ দেওয়া হয়। এরপরই তার টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার গুঞ্জন ওঠে। অবশেষে সেটিই সত্যি হলো। 

ঢাকা/রিয়াদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়